SWAP(বিনিময়) কিঃ
হেডিং দেখেই বুঝা যাচ্ছে সোয়াপ এর মানে। আরেকটু ভাল করে বললে সোয়াপ মানে বদলা-বদলি করা বা অদল বদল করাও বলে গ্রাম্য ভাষায় । কয়েকদিন আগে ট্রেন্ড চলছিল মনে আছে,একটা ফিল্টার দিয়ে ছবি তুললে ফ্রেমে দুই জনের একজনের মুখের সাথে অন্য জনের মুখের অদল-বদল হচ্ছিল ।
প্রোগ্রামিং এ সোয়াপের ব্যাবহার ঃ
দুইটা ভেরিয়েবলের মানকে বিনিময় করায় হচ্ছে সোয়াপ!এইটা সব ল্যাংগুয়েজ এ আছে।
নিচে সোয়াপিং এর প্রোগ্রাম দেয়া হলোঃ
সাম্প্রতিক মন্তব্য সমুহ